করোনা আতঙ্কের জেরে আজ বুধবার থেকে টলিউডের (টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি) সমস্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
আর শুটিং বন্ধ থাকার ফলে আগামী দিনগুলিতে নতুন পর্বের অভাবে টেলিভিশন চ্যানেলগুলিতে পুরনো এপিসোডই (রিপিট টেলিকাস্ট) সম্প্রচার করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার নবান্নে সিনেমা, রিয়ালিটি শো’এর শুটিং নিয়ে রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান ‘ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা), ওয়েস্টবেঙ্গল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন প্রোডিউসার্স (ডব্লিউবিএটিপি) ছাড়াও স্টার, জি, কালারস, সান সহ কয়েকটি চ্যানেলের সিইও-দের আমরা একসাথে বৈঠকে বসেছিলাম। আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল (বুধবার) থেকে ৩০ মার্চ পর্যন্ত আমাদের সব রকম শ্যুটিং-সিনেমা, টেলিভিশন, ওয়েবসাইট-সব বন্ধ থাকবে। আমরা আগামী ৩০ মার্চ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার বৈঠকে বসবো এবং তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’
অভিনেতা রাজ চক্রবর্তী বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় হল মানুষের জীবন। আগামীদিনে যাতে এই সমস্যা আর না বৃদ্ধি পায়, সেদিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া।’
ডব্লিউবিএটিপি’এর প্রেসিডেন্ট শৈবাল ব্যানার্জি বলেন, ‘বাইরে যারা শ্যুটিং’এর কাজে রয়েছে প্রত্যেককেই ইতিমধ্যেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় নষ্ট না করে আজ থেকেই শ্যুটিং বন্ধ থাকবে।’
করোনা ভাইরাস আতঙ্কে ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে পশ্চিমবঙ্গের পৌরসভার নির্বাচন। সোমবারই রাজ্য নির্বাচন কমিশনের তরফে ১৫ দিন পর গোটা বিষয়টি নিয়ে ফের পর্যালোচনা হবে এবং তার পর পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা ভাইরাস রোধে সতর্কবার্তা হিসাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটির মেয়াদ বাড়িয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
সেইসাথে আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল