নরসিংদীতে করোনাভাইরাস রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার দুপুরে বিএনপির যুগ্ন-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দরা ভেলানগরসহ জেলার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষকে নিরাপদে চলাফেরার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানানো হয়।
এ সময় বিএনপির যুগ্ন-মহাসচিব খায়রুল কবির খোকনের সাথে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কবির আহাম্মেদ, যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎ, সাংগঠনিক সম্পাদক শাহেন শাহ শানু, বিএনপি নেতা আকবর হোসেন, আওলাদ হোসেন, সুমন চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন