চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশে করোনাভাইরাসের সার্বিক ঝুঁকি মোকাবেলায় বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এই নিষেধাজ্ঞা জারি করে।
পুলিশ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করেছে। সৈকতে আসা সব মানুষ সরিয়ে দিয়েছে পুলিশ।
দেশে এ পর্যন্ত ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া একজনের মৃত্যু হয়েছে। বহু শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। এছাড়া কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন