করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে দিনাজপুরের খানসামায় দুজনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। একজন ওমান প্রবাসী নারী ও অন্যজন দুবাই প্রবাসী।
তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ায় তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল।
তিনি আরও জানান, দুবাই প্রবাসী ৯ মার্চ এবং ওমান প্রবাসী ১০ মার্চ দেশে আসেন। আমরা জানার পরই ১৭ মার্চ থেকেই তাদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। প্রতিদিনই তাদের খোঁজ খবরসহ আপডেট নেওয়া হচ্ছে।
করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম লিডার ডা. ফারুক রিজওয়ান জানান, প্রবাসী দুজনের সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন