প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ৩ হাজার ৮৩৫ জন বিদেশ ফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে ফরিদপুরে স্বাস্থ্য বিভাগ। যাদের স্ব-উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা সে নির্দেশ মানছেন না। বরং করোনা ছড়ানোর আশঙ্কা নিয়েই তারা ঘুরে বেড়াচ্ছেন।
ফরিদপুরের ডেপুটি কমিশানারের (ডিসি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত তারা বিদেশ থেকে এসেছেন যাদের বেশিরভাগই ভারত থেকে দেশে এসেছেন। ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে তারা চলে গেছেন নিজ নিজ গন্তব্যে। এসব বিদেশ ফেরত লোকদের খুঁজে খুঁজে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
ফরিদপুরের ডেপুটি কমিশনার অতুল সরকার জানান, ইমিগ্রেশন পুলিশের তরফ থেকে ফরিদপুরের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ তালিকা সরবরাহ করা হয়েছে। এদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন