প্রাণঘাতী করোনাভাইরাস রুখতে দারুণ কাজ করছে আমেরিকা। এভাবেই নিজের পিঠ নিজেই চাপড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, 'তিনি দশে দশ পেয়েছেন।'
হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে করোনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি মনে করি আমরা দারুণ কাজ করছি। আমাদের ১০-এ ১০ দেওয়া উচিত।'
গত কয়েক সপ্তাহ ধরেই নভেল করোনাইভাইরাসকে ডাউনপ্লে করছেন ট্রাম্প। নিজের পরামর্শদাতাদের কথাই তিনি উড়িয়ে দিয়েছেন, আমেরিকায় পজিটিভের সংখ্যা কমিয়ে বলেছেন, করোনা ছড়ানোর কথা বিজ্ঞানীদের মস্তিষ্কপ্রসূত বলে দায় এড়িয়েছেন।
এবার পাবলিক হেলথ এক্সপার্টরা এবং প্রেসিডেন্টের এক ইতিহাসবিদ ট্রাম্পকে একটি অস্বস্তিকর রিপোর্ট পেশ করেছেন। করোনার থাবা কয়েক সপ্তাহ বা মাসজুড়ে মার্কিনিদের উপর প্রভাব ফেলতে পারে বলে জানানো হয়েছে।
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের কর্মকর্তা ডা. আশিস ঝা জানিয়েছেন, 'ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ খুবই খারাপ। চিন্তাই করা যাচ্ছে না যে এতটা খারাপ ব্যবস্থা কী ভাবে নেওয়া হল।'
করোনা রুখতে আমেরিকার পদক্ষেপকে A থেকে F-এর মধ্যে কত গ্রেড দেওয়া যায়, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেসিডেন্টকে কিছুতেই D-এর উপরের গ্রেড দেওয়া যায় না।
টাস্ক ফোর্স গঠনের জন্য ট্রাম্পের প্রশংসা করলেও বিশেষজ্ঞদের মতে খারাপ রোল মডেল হিসেবে নিজেকে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। কর্মকর্তাদের নির্দিষ্ট নির্দেশ দিতে তিনি ব্যর্থ হয়েছেন। এমনকি আগাম সতর্কতাও নেননি। করোনা পরীক্ষার কিটের অভাব তার প্রশাসনিক ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঝা-এর কথায়, 'উন্নত দেশগুলোর মধ্যে আমরাই অসুস্থদের যথাযথভাবে করোনার পরীক্ষা করাতে পারিনি।'
এর আগে, গত সপ্তাহে করোনার সতর্কতায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন