কুমিল্লার লাকসামে বেড়েই চলছে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত ৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, হোম কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করায় ইতালি প্রবাসী দম্পতিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার তাদের এ জরিমানা করা হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম। ওই প্রবাসী দম্পতির বাড়ি লাকসাম পৌরসভার মিশ্রী গ্রামে।
জানা যায়, ইতালি প্রবাসী দম্পতি দুই সন্তানকে নিয়ে গত সোমবার লাকসামের মিশ্রী গ্রামে নিজ বাড়ি ফিরে একদিন হোম কোরেন্টাইনে ছিলেন। আজ বৃহস্পতিবার তারা এ নির্দেশনা অমান্য করে বাইরে স্বাভাবিক চলাফেলা শুরু করে। এসময় সংশ্লিষ্ট দায়িত্বশীলরা খবর পেয়ে দ্রুত তাদের বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানার অনুরোধ করলেও তারা তা অমান্য করায় তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নিরাপদ জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে তাদের বাড়ির গেটে তালা লাগিয়ে দেয়া হয়। ওই পরিবারের খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সরবরাহ করতে বলা হয়েছে।
সূত্র জানায়, লাকসামে করোনাভাইরাস বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে উপজেলা পরিষদ ও পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক জরুরি সভায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। সভায় নিরাপদ জনস্বাস্থ্যের কথা বিবেচনায় বিদেশ ফেরতদের ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত