জার্মানিতে প্রাণঘাতী করোনাভাইরাইসে এখন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ৯ হাজার ৩৬৭। এখন পর্যন্ত দেশটিতে ২৬ জনের। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।
এদিকে, দেশটির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিক মার্জ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্জ নিজে এক টুইট বার্তায় তার করোনার ফলাফল পজেটিভ আসার বিষয়টি উল্লেখ করেছেন।
তবে তিনি বলেছেন যে, তার করোনায় আক্রান্তের লক্ষণ খুব গুরুতর নয়। হালকা থেকে মাঝারি লক্ষণ দেখা দিয়েছে তার শরীরে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ১৬৫টি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে। বিশ্বজুড়ে ১ লাখ ৯৮ হাজার ৪শ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৭ হাজার ৯৮২ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৬৩ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন