চট্টগ্রামে বিদেশ ফেরত প্রবাসী নির্ধারিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকার নির্দেশ অমান্য করায় চার উপজেলার চারজনকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের সিকদার পাড়ায় গত ১১ মার্চ শারজাহ থেকে আসা একজনকে হোম কোয়ারান্টাইন অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাউজানে ওমান ফেরত একজন হোম কোয়ারেন্টাইন না মানায় উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগ একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পটিয়ার বিদেশ ফেরত একজন আদেশ অমান্য করে ঘোরাফেরা করায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা ১০ হাজার টাকা জরিমানা করেন। আনোয়ারা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ দুবাই ফেরত একজনকে হোম কোয়ারান্টাইন না মানায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার মাসুদুর রহমান বলেন, ‘চার উপজেলার চারজনকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল