করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া দেশের বৃহৎ যৌনপল্লীতে ২০ দিনের জন্য বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজবাড়ী পুলিশ প্রশাসন। শুক্রবার বিকাল ৪টার দিকে এ সিধান্ত গ্রহণ করা হয় বলে জানান রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম মুঠোফোনে জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় পুলিশ প্রশাসন রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করে দিয়েছে। খাদ্য সহায়তার ব্যাপারে তিনি বলেন, এই পল্লীর লোকজনের কিছু গচ্ছিত অর্থ রয়েছে সেটা ব্যয় করে কিছুদিন চলতে পারবে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে খাদ্য সহায়তা পাওয়া যাবে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, দৌলতদিয়া যৌনপল্লী অনেক বড় একটি যৌনপল্লী। এ পল্লীতে বিভিন্ন স্থান থেকে খদ্দের আসা-যাওয়া করে। যে কারণে করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীরা। সেই দিক বিবেচনা করে পুলিশ সুপারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা চেয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করা হয়। সেখান থেকে একটি ভালো সাড়া পাবার পর যৌনপল্লীতে বহিরাগত প্রবেশে নিশেধাজ্ঞা আরোপ করা হয়।
এদিকে বর্তমান পরিস্থিতিতে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দৌলতদিয়ার যৌনকর্মীসহ সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/হিমেল