গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় লকডাউনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে একটি পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়ে স্থানীয় প্রশাসন।
জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাহপুর গ্রামে একটি বিবাহোত্তর অনুষ্ঠানে করোনা সংক্রমণ নিয়ে দুইজন যুক্তরাষ্ট্র প্রবাসী অংশ নেয়ায় রবিবার সাদুল্লাপুর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা যায়।
কিন্তু সন্ধ্যায় গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন এটি ভুল সিদ্ধান্ত জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের এমন কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। তবে সাদুল্লাপুরে একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
ইউএনও মো. নবীনেওয়াজ স্বাক্ষরিত পত্রে বলা হয় হবিবুল্লাহপুর গ্রামের কাজল মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানে অংশ নেয়া দুইজন আমেরিকা প্রবাসী আত্মীয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। সে অনুষ্ঠানে চার-পাঁচশত লোক দাওয়াতে অংশ নেন। এ অবস্থায় ভাইরাসটি দ্রুত সংক্রমিত হবার সম্ভাবনা আছে। তাই মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটি সর্বসম্মতিক্রমে সাদুল্লাপুর উপজেলাকে লকডাউনের সিদ্ধান গ্রহণ করে।
এমন সিদ্ধান্তে এলাকায় হৈচৈ পড়ে গেলে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কোনো লকডাউন করা হয়নি। সাদুল্লাপুরে দুইজন বিদেশফেরত ব্যক্তির একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মাত্র। তাদের করোনা শনাক্তে ঢাকা থেকে নমুনা সংগ্রহের জন্য লোকজন রওনা দিয়েছেন। ইউএনও এর পত্রে ‘হোম কোয়ারেন্টাইনের’ পরিবর্তে ‘লকডাউন’ শব্দটি বসেছে। তবে এ বিষয়ে ইউএনও এর ব্যাখ্যা চাওয়া হবে। লকডাউন করার এখতিয়ার উপজেলা প্রশাসনের নেই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন