করোনাভাইরাসের প্রকোপে প্রায় গোটাবিশ্বই এখন কোয়ারেন্টাইন পর্যায়ে। এরই মধ্যে ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ক্রমেই অসহায় হয়ে পড়ছে বিশ্ববাসী।
এরই মধ্যে করোনার কারণে মানুষ একা থাকার অভ্যাস করে নিচ্ছে, আসলে একা থাকতে বাধ্য হচ্ছে। স্কুল-কলেজ বন্ধ, কিছু অফিসও সুযোগ দিয়েছে ঘরে থেকেই কাজ করার। তারপরও বহু মানুষকে জীবন ও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে। সবার পক্ষে ব্যক্তিগত যানবাহন ব্যবহারও সম্ভব নয়। তাই নির্ভর করতে হচ্ছে সেই গণপরিবহনেই।
করোনার জীবাণু থেকে নিজেকে রক্ষা করতে গণপরিবহন ব্যবহারের সময় যা করতে হবে:
• বাস, ট্রেন বা লঞ্চের সহযাত্রীটি প্রবল হাঁচি-কাশি-জ্বরে আক্রান্ত? তার থেকে যতটা সম্ভব দূরে সরে যান।
• রাস্তাঘাটে সর্দিজ্বরে আক্রান্ত মানুষের সংস্পর্শে এলে রুমাল দিয়ে নিজের নাক আর মুখ ভালো করে চেপে ধরে রাখুন। রোগীকে স্পর্শ করবেন না
• অতিরিক্ত ভিড়ের বাস বা ট্রেন এড়িয়ে চলুন
• বাড়িতে বা অফিসে পৌঁছোনোর পর সাবান পানি দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে হাত ধুয়ে নিন
• হাত না ধুয়ে চোখে, মুখে বা নাকে একদম হাত দেবেন না
• প্রাইভেট কার ব্যবহার করলে জানলার কাঁচ নামিয়ে রাখুন
• বাস-ট্রেনের হাতল, সিঁড়ির রেলিংয়ের মতো জায়গাগুলো ভাইরাসের উপদ্রব বেশি হয়। এসব ধরার সময় হাতে টিস্যু রাখুন
• সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখুন, বাইরে থাকলে একঘণ্টা পরপর ব্যবহার করুন।
বিডি প্রতিদিন/কালাম