চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। মারণ এই করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৬ হাজার ৩১৫ জনের। মোট আক্রান্ত প্রায় ৩ লাখ ৭৩ হাজার। এই মহামারী নিয়ে তারকারা নিজেদের মতো করে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। দুই বাংলার গানের শ্রোতাদের কাছে জীবনমুখী গানের জন্য নন্দিত নাম নচিকেতা চক্রবর্তী। এবার করোনাভাইরাস নিয়ে কবিতা লিখে ঝড় তুলেছেন জনপ্রিয় এই শিল্পী।
সোমবার বিকেলে নিজের ফেসবুক পেইজে একটি কবিতার ভিডিও প্রকাশ করেছে নচিকেতা। কবিতাটির শিরোনাম ‘করোনা’। নচিকেতা নিজেই আবৃত্তি করেছেন কবিতাটি। এই কবিতায় নচিকেতা বলেছেন সাম্যবাদের কথা। করোনা কবিতায় নিজের মতাদর্শ তুলে ধরেন ছন্দে ছন্দে। এটি প্রকাশের পাঁচ ঘন্টার মধ্যে প্রায় সাড়ে ৭ লক্ষবার দেখা হয়েছে ভিডিওটি।
বিডি-প্রতিদিন/শফিক