খুব শীঘ্রই করোনাভাইরাস-মুক্ত হবে চীন। যে হারে চীনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমে আসছে তাতে খুব কম সময়ের মধ্যেই করোনাগ্রাস থেকে মুক্ত হতে পারবেন মানুষ। এমনই দাবি করেছেন নোবেলজয়ী বায়োফিজিস্ট মাইকেল লেভিট।
তিনি বলেছেন, যে হারে চীনের হুবেই প্রদেশে প্রত্যেক দিন করোনা আক্রান্তের হার বাড়ছিল, তা ক্রমেই অনেকটা কমেছে। প্রথমে প্রায় প্রতিদিন ৩০ শতাংশ হারে করোনা-রোগী বাড়ছিল। ৭ ফেব্রুয়ারির পর থেকে সেটি এক ধাক্কায় অনেকটা নেমে এসেছে। মৃতের সংখ্যাও সেই অনুপাতেই কমেছে।
লেভিট বলেছেন, 'নাটকীয় ভাবে আক্রান্তের হারের যে পতন হয়েছে তা থেকেই নিশ্চিত এই খারাপ সময় কেটে যাবে খুব শীঘ্রই। আগামী ১৫ দিনের মধ্যেই অনেকটা সামলে উঠবে চীন। মানুষ অনেক বেশি আতঙ্কিত কারণ রোজ নতুন নতুন আক্রান্তের কথা মানুষ শুনছেন। কিন্তু আক্রান্তের হার যেভাবে কমছে তাতে পরিষ্কার যে মহামারী আর বেশিদিন স্থায়ী হবে না।'
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। মারণ এই করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৬ হাজার ৪৯১ জনের। মোট আক্রান্ত প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৩৯৪ জন। আর প্রাণে বেঁচে ফিরেছেন ১ লাখ ১ হাজার ৫৮৪ জন।
বিডি-প্রতিদিন/শফিক