চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর নগরীতে হোম কোয়ারেনটাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের বাসায় ফল নিয়ে যাচ্ছে। বিদেশফেরতরা হোম কোয়ারেনটাইন মানছেন কি না, সেটা তদারক করতে এবং তাদের মনোবল চাঙা রাখতেই পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের বাসায় ফল পাঠানো এই কার্যক্রম শুরু করে সিএমপি।
জানা গেছে, এদিন নগরীর ১৬ থানা এলাকায় ৮০ জনের কাছে বিভিন্ন রকমের ফল পাঠানো হয়েছে। সকাল থেকেই ডালায় ফল সাজানো নিয়ে ব্যস্ত সময় পার করেন পুলিশ সদস্যরা। ডালায় কমলা ও মাল্টা সাজানো হয়। সুরক্ষা পোশাক গায়ে জড়িয়ে সেই ফলের ডালি নিয়ে কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে ছুটে যান পুলিশ সদস্যরা।
সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান গণমাধ্যমকে জানান, হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের মনে আমরা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চাই, উনারা সহজভাবে সরকারের নির্দেশনা প্রতিপালন করুক। উনারা যাতে কোনোভাবেই মনোবল না হারান, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তাদের প্রকৃত হিসাবটাও আমরা জানতে পারবো।
বিডি-প্রতিদিন/শফিক