করোনাভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ্যে ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৮৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১০ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে এই ভাইরাস কেড়ে নিয়েছে ১ হাজার ৮৬৯ প্রাণ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু ইতালিতেই মৃত্যু হয়েছে ৬০১ জনের, স্পেনে ৫৩৯ জনের, ফ্রান্সে ১৮৬ জনের, যুক্তরাষ্ট্রে ১৪০ জনের ও ইরানে ১২৭ জনের।
বিডি প্রতিদিন/কালাম