কভিড-১৯ করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩, ৭৮,৮৫৯ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের। মোট ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। আজ পর্যন্ত করোনাভাইরাসের কোনো টিকা আবিষ্কৃত হয়নি। প্রতিরোধই করোনাভাইরাস থেকে দূরে থাকার সর্বোত্তম পন্থা। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।
করোনা প্রতিরোধে না ধরনের পরামর্শ দেয়া হয়েছে সরকার ও মেডিকেল বিশেষজ্ঞদের পক্ষ থেকে। যেমন, ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করতে হবে, অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না, কাশি শিষ্ঠাচার মেনে চলতে হবে, ১৪ দিন বিদেশ থেকে আসা কোনো ব্যক্তির সংস্পর্শে যাওয়া যাবে না, বাইরে থেকে ঘরে প্রবেশ করে কোনো কিছু স্পর্শ করার আগেই পরনের কাপড় পরিষ্কার করা এবং গোসল করে ফেলা, বাইরে থেকে যেসব দ্রব্য ঘরে আনা হচ্ছে তা পঁচনশীল না হলে ১২-২৪ ঘণ্টা ঘরের এক কোণে রেখে দেয়া।
বিডি প্রতিদিন/ফারজানা