মহামারী কভিড-১৯ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন। এখনো আক্রান্ত অবস্থায় আছেন ২ লাখ ৬০ হাজার ২৭৬ জন। এর মধ্যে ১২ হাজার ৬২ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক।
গত বছরের বছরের চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। আজ মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩, ৭৮,৮৫৯ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের।
মোট ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। আজ পর্যন্ত করোনাভাইরাসের কোনো টিকা আবিষ্কৃত হয়নি। প্রতিরোধই করোনাভাইরাস থেকে দূরে থাকার সর্বোত্তম পন্থা। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।
বিডি প্রতিদিন/ফারজানা