যুক্তরাষ্ট্রে প্রতি মুহূর্তে আরও আগ্রাসী হয়ে উঠছে কভিড-১৯ করোনাভাইরাস। মহামারী আকারে ছড়ানোর পর একদিনেই প্রথমবারের মতো দেশটিতে ১০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটিতে এ নিয়ে মোট মারা গেছে ৫২০ জন। নিউইয়র্ক অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি মানুষের। রাজ্যটিতে করোনায় মারা গেছে ১৫৭ জন।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা