করোনাভাইরাসের দাপটে কাঁপছে বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। কে-কীভাবে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে সেটা নিয়ে সবাই আতঙ্কিত। এবার এক করোনা আক্রান্ত যুবককে গ্রেফতার করে কোয়ারেন্টাইনে গ্রীসের ১৪ পুলিশ কর্মকর্তা।
সোমবার রাজধানী এথেন্সের দক্ষিণে ভৌলা একালায় ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করে ১৪ জনের একটি পুলিশের দল।
তবে গ্রেফতার করার পরেই যুবকটি চিৎকার করে বলে ওঠেন যে, তিনি করোনায় আক্রান্ত। এরপর তিনি গাড়ির আয়না ভেঙেছেন এবং পুলিশের গায়ে থুতু মেরেছেন।
গাড়ি ভাঙচুরের অভিযোগে আটক ২৬ বছর বয়সী ওই যুবক পুলিশ কর্মকর্তাদের জানান, তিনি সম্প্রতি লন্ডন থেকে এথেন্সে ফিরেছেন এবং তিনি করোনাভাইরাসে পজেটিভ।
কর্মকর্তারা তাকে গ্রেফতার করার চেষ্টা করলে তিনি তাদের মুখে থুতু মারেন বলে অভিযোগ করা হয়েছে। যেহেতু ওই যুবক নিজেকে করোনা পজেটিভ বলে দাবি করেছেন, সে কারণে সতর্কতা হিসেবে তাকে গ্রেফতারে যাওয়া ১৪ পুলিশ কর্মকর্তার সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
গ্রীসে এখন পর্যন্ত ৬২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৯৬৫ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন