বরিশালে করোনায় আক্রান্ত সন্দেহে দুই যুববকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে তাদের ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে নগরীর ৮নং ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক পরীক্ষা নিরিক্ষা শেষে করোনায় আক্রান্ত সন্দেহে তাকে করোনা ইউনিটে স্থানন্তর করা হয়।
অপরদিকে, রাত ৯টায় বানারীপাড়া উপজেলোর তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) জ্বর, গলাব্যাথা ও কাশি নিয়ে জরুরী বিভাগে আসলে তাকেও করোনায় আক্রান্ত সন্দেহে করোনা ইউনিটে ভর্তি করা হয়। স্বপন হাওলাদার গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।
পরিচালক জানান, করোনায় আক্রান্ত সন্দেহে ভর্তি হওয়া দুই রোগীর সার্বিক তথ্য কেন্দ্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ১৯ ও ২১মার্চ করোনায় আক্রান্ত সন্দেহে আরও ২ রোগীকে শোবচিমের করোনা ইউনিটে ভর্তি করা হলেও তারা আসলে করোনায় আক্রান্ত ছিলনা। হাসপাতালে ভর্তির দুদিন পরই দুইজনকে ছাড়পত্র দেয়া হয়।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন