বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে একদিনে ৭৫ ব্যক্তির শরীরে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত করা হয়েছে আর মৃত্যু হয়েছে দুই জনের। এ নিয়ে ভারত জুড়ে মোট আক্রান্ত দাঁড়ালো ৪৭১ জনে।
এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দেশটিতে মোট ৩০টি রাজ্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭১। যার মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। এক হিসেবে ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু বিষয়ে নিশ্চিত করা হয়েছে খবরে। এর মধ্যে একজন পশ্চিমবঙ্গের আর অপর ব্যক্তি হিমাচলের।
বিডি প্রতিদিন/ওয়াসিফ