চীনে কভিড-১৯ করোনাভাইরাসের প্রভাব প্রতিনিয়তই কমছে। তাই স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশটির জনজীবন। মঙ্গলবার থেকে গ্রেট ওয়াল খুলে দিচ্ছে দেশটির সরকার। গ্রেট ওয়ালের যে অংশে পর্যটকদের আনাগোনা বেশি থাকে সে অংশ উন্মুক্ত করে দেয়া হবে। তবে জাদুঘর বন্ধ থাকছে।
পর্যটকদের আগে থেকেই অনলাইন টিকিট রিজার্ভ করতে হবে, কিউআর কোর্ডে তাদের নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য ঠিক আছে। পাশাপাশি মাস্ক পরতে হবে এবং গ্রেট ওয়াল পরিদর্শনের সময় একে অপরের কাছ থেকে ১ মিটার (৩.৩ ফুট) দূরত্ব রাখতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা