বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে কভিড-১৯ করোনাভাইরাস। প্রতিনিয়তই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে কয়েকটি দেশের অবস্থা সবচেয়ে বেশি করুণ। গত ২৪ ঘণ্টা যেসব দেশে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে মহামারী করোনাভাইরাস:
স্পেন: মোট আক্রান্ত ৩৩ হাজার ৮৯। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজার ৫১৭। মৃত্যু ২ হাজার ১৮২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬২ জনের।
ইতালি: একদিনেই ৬০১ জনের মৃত্যু। মোট মৃত্যু ৬ হাজার ৭৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৯২৭ জনের।
যুক্তরাষ্ট্র: গত ২৪ ঘণ্টায় ১০০ এর বেশি মানুষের মৃত্যু। মোট আক্রান্ত ৪২ হাজার ৬০০ এবং মোট মৃত্যু কমপক্ষে ৫৪০ জনের।
ইরান: নতুন করে আক্রান্ত ১ হাজার ৪১১, মোট আক্রান্ত ২৩ হাজার ৪৯। নতুন করে মারা গেছে ১২৭ জন, মোট মৃত্যু ১ হাজার ৮১২।
ব্রিটেন: ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৩৩৫ এবং মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭০০।
কানাডা: মোট আক্রান্ত ১ হাজার ও মৃত্যু ২৩।
ব্রাজিল: আক্রান্ত ১ হাজার ৮৯১। একদিনেই আক্রান্ত ৪০০।
চীন: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮, এর মধ্যে ৭৪ জনই বাইরে থেকে এসেছেন। মোট আক্রান্ত ৮১ হাজার, মোট মৃত্যু ৩ হাজার ২৭৭ জনের।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা