প্রাণঘাতী করানাভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে গোটা বিশ্ব। এরই মধ্যে ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস, যা বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মারণ এই ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় করোনাকে নিয়ে বিশ্বজুড়ে চলছে কাদা ছোড়াছুড়ি।
করোনার এই মহামারী হওয়ার পেছনে আমেরিকায় বসবাসরত এশিয়দের কোনও দোষ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
করোনাকে চাইনিজ ভাইরাস বলে কটূক্তি করার এক সপ্তাহ পরই এশিয়ানদের পক্ষ নিয়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প।
করোনাকে মোকাবেলার বিষয়ে এশিয়ান এবং আমেরিকান মানুষদের চমৎকার মানুষ বলেছেন ট্রাম্প এবং করোনা ছড়ানোর ব্যাপারে তাদের কোন ভূমিকা নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ট্রাস্প বলেন করোনা থেকে এশিয়ান আমেরিকানদের রক্ষা করা খুব জরুরি।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/কালাম