বিশ্ব ব্যাপী করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশ থেকেই ছড়িয়েছিল। সেখানে দীর্ঘদিন ধরেই লকডাউন কার্যকর ছিল। বুধবার থেকে হুবেই প্রদেশের অধিকাংশ অঞ্চল থেকে সব ধরনের লকডাউন তুলে নেয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তপৃক্ষ এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে।
গত ছয়দিন হুবেই প্রদেশে করোনাভাইরাসের কোনো রোগী পাওয়া যায়নি। গতকাল অবশ্য সেখানে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
গত বছরের ডিসেম্বরের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার পর্যন্ত হুবেই প্রদেশে মোট ৬৭ হাজার ৮০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ হাজার ১৬০ মারা গেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা