সিলেটে বিদেশ থেকে আসা আরও ৩২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মঙ্গলবার ওসমানী বিমানবন্দর ও সিলেট বিভাগের বিভিন্ন স্থলবন্দর দিয়ে তারা দেশে প্রবেশ করেছিলেন। এনিয়ে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতদের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৭৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে সিলেট জেলায় ৮১৩ জন, সুনামগঞ্জে ৩৪৫ জন, হবিগঞ্জে ৫৬০ জন ও মৌলভীবাজারে ৪৫৮ জন রয়েছেন। এছাড়া ১৪ দিন পূর্ণ হওয়ায় মঙ্গলবার সিলেট বিভাগের ১০১ জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার