প্রটেকটিভ গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, কেপ, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী সরবরাহ না থাকায় করোনা আতঙ্কে নোয়াখালীতে ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা চিকিৎসায় অনীহা প্রকাশ করছে। আর এতে করে বিপাকে পড়েছে সাধারণ রোগীরা। সংকট সমাধানে বেসরকারি হাসপাতাল মালিক সমিতি জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। দ্রুত সমাধান না হলে গোটা চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের।
বেসরকারি হাসপাতাল মালিক সমিতি, নোয়াখালী সদর সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠু জানান, প্রটেকটিভ গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, কেপ, হ্যান্ড স্যানিটাইজার সংকটে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন হাসপাতাল মালিক সমিতি।
জেলা প্রশাসক তন্ময় দাস জানান, সংকটের বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার