কিশোরগঞ্জে নতুন করে ৬৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৯৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
অষ্টগ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ১৬ জন এবং ভৈরবে ট্রমা হাসপাতালে রয়েছেন ১৪ জন।
এদিকে ১৪ দিনের নির্ধারিত সময় শেষ হওয়ায় মঙ্গলবার হোম কোয়ারেন্টাইন থেকে ৪১ জন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। এ নিয়ে মোট ২৫৭ জন হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন