ঝালকাঠিতে ১৭১ জন প্রবাসীর মধ্যে ৪৭ জনকে হোম কেয়ারেন্টাইন থেকে ছেড়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে জেলায় হোম কেয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১২৪ জন। ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, চিকিৎসা সেবা দিতে সার্বক্ষণিক ব্যবস্থা রয়েছে হাসপাতালগুলোতে।
তিনি আরও জানিয়েছেন, অনেকের তালিকা ধরে বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আবার অনেকের অস্তিত্বও পাওয়া যায়নি এলাকায়। তাই সবাইকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা যায়নি।
তবে একটি সূত্রে জানা গেছে, প্রায় হাজার খানেক প্রবাসী এ জেলার বাসিন্দা দেশে এসেছেন। অনেককেই হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা যায়নি। গোপনে তাদের অবস্থান জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন