চাঁপাইনবাবগঞ্জে নতুন করে বিদেশফেরত আরও ৪৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়ালো ৮৫৮জনে।
এছাড়া ১৪ দিন মেয়াদ শেষ হওয়ায় ১৫০ জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে করোনাভাইরাসের সংক্রমনরোধে কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান ব্যাতিত অন্যসব দোকান, হোটেল রেস্তোরা, সাপ্তাহিক হাটসহ সকল প্রকার সমাবেশ ও গণপরিবহন বন্ধ ঘোষনা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। এতে করে শহরে মানুষের সমাগম প্রায় বন্ধ রয়েছে। খেলার মাঠগুলো রয়েছে শুন্য। চলাচল করছে না পাবলিক পরিবহণ। স্থানীয়ভাবে অটোসহ রিক্সা চলাচল করছে।
একসাথে দু’জনের বেশী চলাচল নিষিদ্ধ করার পর পুরো শহরে ভুতুরে শহরে পরিণত হয়েছে। খাঁ-খাঁ করছে রাস্তা-ঘাট। সর্বস্তরের জনগণকে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার