করোনা পরিস্থিতি মোকাবেলা করতে নেত্রকোনায় পৌঁছেছে ২০০ পিপিই। বৃহস্পতিবার পর্যন্ত জেলার ১০ উপজেলার স্বাস্থ্যকর্মীদের জন্য ওই পিপিই সরঞ্জামাদি পৌঁছার তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি উপজেলায় ৫টি করে মোট ৫০টি আইসোলেশন বেড রাখা হয়েছে। জেলায় মোট ১৬৭ জন চিকিৎসক ও ২৭৬ জন নার্স কর্মরত রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত ১৮৯ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়ছে। যদিও পুলিশের কাছে তালিকা রয়েছে ১০২৮ জনের। তাদের মধ্যে অনেকেই ১৪ দিন পার করে ফেলেছেন। এছাড়া যারা ১৪ দিনের মধ্যে আছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
বুধবার (২৫ মার্চ) পর্যন্ত জেলা প্রশাসক মঈনউল জানিয়েছেন, ৫০০ জন প্রবাসীর অবস্থান পেয়েছেন। এছাড়াও জেলার পূর্বধলায় জনসচেতনতায় সেনা সদস্যরা বৃহস্পতিবার টহল পরিচালনা করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম