কভিড-১৯ সংক্রমিত ব্যক্তিদের জন্য চট্টগ্রামে ফিল্ড হাসপাতাল করতে চান ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ডা. বিদ্যুত বড়ুয়া।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. বিদ্যুত বড়ুয়া জানান, আমিও একজন চিকিৎসক। আমি মনেপ্রাণে চাইছি, যথাযথ সুরক্ষায় থেকে চট্টগ্রামে একশ’ বেডের একটি ফিল্ড হাসপাতাল করে করোনা-পরীক্ষা, করোনা আক্রান্ত রোগীদের অবহেলা নয়, বরং মমতা দিয়ে সুস্থ করার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে।
তিনি আরও বলেন, আমার সাথে যারা এই মানবিক যুদ্ধে শামিল হবেন আমাদের প্রত্যেকের ঠিকানা হবে এই ফিল্ড হাসপাতাল। বাংলাদেশ করোনামুক্ত না হওয়া পর্যন্ত আমরা এই ফিল্ড হাসপাতাল থেকে ফিরবো না।
সূত্র: একুশে পত্রিকা
বিডি প্রতিদিন/ফারজানা