২৯ মার্চ, ২০২০ ১৬:৫০

করোনাভাইরাস: নিউইয়র্ক লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: নিউইয়র্ক লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

নিউইয়র্ক লকডাউন করার সিদ্ধান্ত থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে বিবিসি।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিউইয়র্কের আশপাশের রাজ্যগুলো লকডাউনের সিদ্ধান্ত নিয়ে সেটা বাতিল করেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট। 

লকডাউন করা হলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে- রাজ্যগুলোর গভর্নর ও স্থানীয় রাজনীতিবীদদের এমন হুঁশিয়ারির পরই ট্রাম্প সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। 

পরে এক টুইটে তিনি বলেন, হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের পরিবর্তে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট থেকে দেশের অন্যত্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ফ্লোরিডাসহ আরও কিছু রাজ্য নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। কারণ নিউইয়র্ক থেকে বহু মানুষ ওই রাজ্যগুলোতে যাচ্ছেন। তাদের মাধ্যমে ওই রাজ্যগুলোতে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। নিউইয়র্কের বাসিন্দারা ফ্লোরিডার বাসিন্দাদের জন্য হুমকি হয়ে উঠেছেন।

এমন অবস্থায় নিউইয়র্কসহ আশপাশের রাজ্যগুলোতে লকডাউন জরুরি বলে মনে করেন ট্রাম্প। 

উল্লেখ্য, চীনের সীমানা পেরিয়ে ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর