৪ এপ্রিল, ২০২০ ১২:৩২

করোনাভাইরাস; আশ্রয়হীনদের মুখে খাবার তুলে দিচ্ছে যেসব রেস্তোরাঁ

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস; আশ্রয়হীনদের মুখে খাবার তুলে দিচ্ছে যেসব রেস্তোরাঁ

কভিড-১৯ করোনাভাইরাসের কারণে রেস্তোরাঁ বন্ধ। এতে এ ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীদের অনেকেই বেতন পাচ্ছেন না, কেউ কেউ চাকরি হারিয়েছেন। এর মাঝেও অসহায়দের মুখে হাসি ফোটাচ্ছেন তারা। নিজের সম্প্রদায়ের না খাওয়া মানুষদের মুখে তুলে দিচ্ছেন খাবার।

মহামারী করোনার হটস্পট হয়ে উঠায় যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়ের শহরের সব রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। সেখানকার স্থানীয় ৫ রাঁধুনি তাদের মজুদে থাকা খাবার রান্না করে তুলে দিচ্ছেন অসহায়দের মুখে। তারা তাদের এ উদ্যোগের নাম দিয়েছে '''টু ম্যানি কুকস ইন দ্যা কিচেন ফর গুড''।

শহরের আশ্রয়হীন মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সে জন্যই এমন উদ্যোগ। মোট তিনটি আশ্রয়কেন্দ্রের খাবারের যোগান দিচ্ছেন তারা। একটি আশ্রয়কেন্দ্রের প্রতিনিধি জানান, এমন উদ্যোগের কারণে আমাদের আর্থিক চাপটা কমেছে। তারা স্বাস্থ্যকর খাবার সরবরাহ করছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর