করোনাভাইরাস উপসর্গ নিয়ে মারা যাওয়া পোশাক শ্রমিক জাহিদুল ইসলামের দেহে করোনার সংক্রমণ ছিল না বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন। তিনি জানান, করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসায় জ্বর-ঠান্ডা ও জন্ডিসজনিত কারণেই তার মৃত হয়েছে।
এর আগে ৬ এপ্রিল দুপুরে জ্বর, ঠান্ডা ও জন্ডিসজনিত কারণে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউপির সরাপপুর গ্রামের জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, মৃত জাহিদুলের শরীরের নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে তার রিপোর্টে নেগেটিভ এসেছে। তার শরীরে করোনার কোনো সংক্রমণ মেলেনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম