বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যে ২০৯টি দেশে হানা দিয়েছে। এর থাবায় প্রাণ গেছে লক্ষাধিক মানুষের। আক্রান্ত হয়েছে প্রায় ১৭ লাখ। এর প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব।
এদিকে, তুরস্কে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২৯ এ পৌঁছেছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৪২৩ জন সুস্থ হয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ