যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বেশ কয়েকজন কর্মীর করোনাভাইরাস ধরা পড়ায় একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। জেবিএস প্ল্যান্ট নামের ওই কারখানায় ৩০০০ কর্মী কাজ করতেন। করোনাভাইরাসে সেখানকার দুই কর্মী মারা গেছে।
সংক্রমণ প্রতিরোধে কারখানাটি ভালো করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। কোম্পানি এক ঘোষণায় জানিয়েছে, পুনরায় কাজে যোগ দেয়ার আগে তারা সব কর্মীর করোনা পরীক্ষা করাবে। করোনার টেস্ট কিটে তারা ১ মিলিয়ন ডলার খরচ করছে।
মার্কিন ওই কোম্পানিতে কর্মরত প্রায় ৫০ কর্মীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
জেবিএস পেনসিলভানিয়ার সাউদারটনেও তাদের কারখানা বন্ধ করে দিয়েছে। করোনার উপসর্গ দেখা দেওয়ায় বেশ কয়েকজন কর্মী কাজে আসা বন্ধ করে দিলে কোম্পানিটি এ সিদ্ধান্ত নেয়। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা