বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস ইতোমধ্যে ২০৯টি দেশে হানা দিয়েছে। এর থাবায় প্রাণ গেছে লক্ষাধিক মানুষের। আক্রান্ত হয়েছে প্রায় ১৭ লাখ। এর প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব।
এদিকে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৩ মে পর্যন্ত ইতালিতে লকডাউন বাড়ানো হয়েছে। শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে এমনটি জানান ।
এ ব্যাপারে ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে বলেন, আমরা যদি এখনই তুলে নেই, তাহলে আমাদের সকল ইতিবাচক অর্জন ধূলিস্মাৎ হয়ে যাবে। করোনাভাইরাস বিস্তার ঠেকাতে এক মাস ধরে লকডাউন হয়ে রয়েছে ইতালি।
ওয়াল্ডোমিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইতালিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ হাজার ৮৪৯ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ