কভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হলেও আইন অমান্য করছেন অনেকেই। আজও নানা অজুহাতে বিনা প্রয়োজনে সড়ক-মহাসড়কে দেখা গেছে সাধারণ মানুষকে।
শনিবার সকাল থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে এমন দৃশ্য চোখে পড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তদারকি করে জেলা পুলিশের টহল টিম। আজও বিভিন্ন মালবাহী ছোট ট্রাকে করে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেছেন অনেকে। এছাড়া, মোটরসাইকেল ও বিভিন্ন ছোট যানবাহনে চড়েও অনেকে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেন।পুলিশের টহল টিম তাদের ফেরত পাঠান।
তবে গাবতলী এলাকায় তুলনামূলক মানুষ এবং যানবাহন কম দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে নগরীর প্রবেশ মুখগুলোতে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নানাভাবে শাস্তি নিশ্চিত করছেন তারা।
বিডি প্রতিদিন/ফারজানা