সারা বিশ্বে বিভিন্ন সরকার ও স্বাস্থ্য কর্মকর্তারা মহামারী কভিড-১৯ মোকাবেলায় এক সঙ্গে কাজ করছেন। এবার করোনার সংক্রমণ ঠেকাতে একজোট হয়েছে গুগল ও অ্যাপল। সরকার ও স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা দিতে এ দুইটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লুটুথ টেকনোলজি নিয়ে কাজ করছে। গ্রাহকদের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখেই করোনার বিস্তার ঠেকাতে তারা এ উদ্যোগ গ্রহণ করেছে।
করোনায় সংক্রমিত ব্যক্তি থেকে অন্য মানুষের শরীরে করোনা ছড়ায়। ভাইরাসের ছড়ানো বন্ধে জনস্বাস্থ্য কর্মকর্তারা কন্টাক্ট ট্রেসিং করে থাকেন। তাদের সহায়তা দিতে অ্যাপল ও গুগল একটি সমন্বিত সমাধান বের করার বিষয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসেস (এপিআই) ও অপারেটিং সিস্টেম লেবেল টেকনোলজি।
সূত্র: অ্যাপল ডটকম
বিডি প্রতিদিন/ফারজানা