দেশে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪৮২ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।
দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ভিডিও বার্তায় জানান, দেশে নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন ঢাকার, ৮ জন নারায়ণগঞ্জের ও বাকি ৩৬ জন দেশের অন্যান্য জেলার। আর চিকিৎসাধীন আক্রান্তদের মধ্য থেকে আরও তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিডি-প্রতিদিন/শফিক