রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মধ্যে পাঁচ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, রাজবাড়ীতে এখন পর্যন্ত ২৮ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে আজ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের তিনজন এবং রাজবাড়ী পৌরসভার দুইজনসহ মোট পাঁচ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ হয়।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের একজন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় দুইজন, চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামের একজন এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বকসীপুর গ্রামের একজন।
সিভিল সার্জন জানান, আক্রান্ত পাঁচ ব্যক্তির মধ্যে একজন বিদেশফেরত। বাকি চারজনের ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে। একমাত্র আক্রান্ত নারী রাজবাড়ী এবং কুষ্টিয়ার বাইরে যাননি। আক্রান্তরা এখন পর্যন্ত বাড়িতে অবস্থান করছেন। তাদেরকে দ্রুত সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে আনার ব্যাপারে চেষ্টা অব্যহত রয়েছে।
এদিকে রাজবাড়ীতে পাঁচ ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হবার কারণে রাজবাড়ীকে লকডাউন করেছে জেলা প্রশাসক দিলসাদ বেগম।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান বলেন, রাজবাড়ীতে আজ পাঁচ ব্যাক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হবার কারণে রাজবাড়ীকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল