নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ইছাপুর গ্রামে বিপুল সরকার (২৫) নামে এক মানষিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিপুল মারা গেলে আশপাশ এলাকায় খবর ছড়িয়ে পড়ে। বিপুল সম্প্রতি নরসিংদী জেলা থেকে বাড়ি আসেন বলে জানা গেছে।
প্রতিবেশিরা জানায়, গত কদিন ধরে বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা গ্রামের বাড়িতে ফিরছে। পরশ সরকারের ছেলে বিপুলও এসেছে। আসার পর থেকে সর্দি-জ্বর-ডায়রিয়া ছিলো।
কিন্তু বিপুলের ভাই সমির সরকার জানান, ২০ দিন আগে বাড়ি আসে ভাই। তার মাথায় একটু সমস্যা ছিলো। দুই তিনদিন ধরে আমাশয় হয়েছিলো।
এ ব্যাপারে খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, সর্দি-জ্বর নিয়ে এসেছিলো। খবর নিয়েছি ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। তবে সমাজসেবায় কোন তথ্য নেই। মৃত্যুর কারণ অন্য কোন উপসর্গ হতে পারে। গ্রামটি লকডাউন করার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল