কিশোরগঞ্জের করিমগঞ্জে নতুন করে একই পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া হোসেনপুরে নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শনিবার এ কথা জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৫ জনসহ মোট ১২৯ জনের শরীরের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আল আমীন