চাঁদপুরে আরও এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত যুবকের বয়স ২৬ বছর। এনিয়ে নারায়নগঞ্জ ফেরত দুই যুবকের করোনা রিপোর্ট পজেটিভ হলো।
তারা দুইজনই মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তারা নারায়নগঞ্জে গার্মেন্টেসে চাকরি করতেন।
চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নারায়নগঞ্জ থেকে চাঁদপুর জেলায় আসা ৮৩২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
চাঁদপুর জেলা সিভিল সার্জন জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত দুই যুবকের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এছাড়া দুই যুবকের বাড়ির পার্শ্ববর্তী আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল