ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নবীনগর উপজেলায় জ্বর ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই বৃদ্ধা মারা যান।
মৃত জাহানারা ইব্রাহিমপুর গ্রামের ফুল মিয়ার স্ত্রী। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নবীনগর উপজেলায় একজন মারা গেছেন এবং বাকি ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে প্রথম রিপোর্ট আসা ১৫ জনের করোনা নেগেটিভ আসে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, আক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে একজন, বিজয়নগর উপজেলায় একজন, আখাউড়া উপজেলায় তিনজন, বাঞ্ছারামপুর উপজেলায় একজন এবং নবীনগরের একজন রয়েছেন। তাদের মধ্যে নবীনগরের আক্রান্ত ব্যক্তি গত শুক্রবার ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল, রিপোর্টে পজেটিভ এসেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম