নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগীর বয়স ৬০বছর। তিনি নাসিক ৮নং ওয়ার্ডের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তিনি পুরান ঢাকার একটি গাড়ির মটর পার্টসের দোকানে চাকরি করতেন।
জানা যায়, গত ৩০ মার্চ থেকে থেকে ওই ব্যাক্তি জ্বরে আক্রান্ত হয়। পরে ৮ এপ্রিল তার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর ১১ এপ্রিল সেই রিপোর্ট আসে। রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া যায়। তিনি বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন। তার স্ত্রীর পূর্ব থেকেই অ্যাজমা আছে এবং আক্রান্ত ওই ব্যক্তির ৩ ছেলের শরীরেও জ্বর জ্বর ভাব আছে বলে জানা যায়। সে ১৯ মার্চ পুরান ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে চলে আসেন। এবং সে ওই সময় থেকে স্থানীয় বাজারসহ বিভিন্ন যায়গায় যাতায়াত করেন।
এ বিষয়ে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা জানায়, আজ বিকালে জানতে পেরেছি আমার ওয়ার্ডে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আমি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ওই বাড়ির সবাইকে আমরা বাইরে বের হতে না করেছি। এবং তাদের যাবতীয় সুবিধা অসুবিধা এখন থেকে আমি পর্যবেক্ষণ করবো এবং সেই মোতাবেক কাজ করবো।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, বিষয়টি আমরা নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগকে অবহিত করেছি। পাশাপাশি আমরা বাড়িটি লকডাউন করেছি। ওই বাড়ি থেকে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছি।
বিডি প্রতিদিন/আরাফাত