সরকারি প্রজ্ঞাপন জারির পর নাটোরে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জেলাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে পুলিশ।
এদিকে নাটোর জেলায় মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। এর মধ্যে ২১ জনের দেহে করোনার উপস্থিতি না পাওয়া গেলেও ৫ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। একই সাথে নাটোর জেলার জন্য ৪০টি ভেন্টিলেটরের আবেদন করা হয়েছে বলে দুপুরে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
এদিকে নাটোরের বাগাতিপাড়ায় ফরিদপুর এলাকা থেকে বাড়িতে ফেরত নতুন আরও ১২জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।শনিবার সকালে এদের উপজেলার জামনগর হাইস্কুলে কোয়ারেন্টিনে রাখা হয়। এনিয়ে গত দুই দিনে এ উপজেলায় ১৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হলো।
বিডি প্রতিদিন/হিমেল