লালমনিরহাট সদর উপজেলায় গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়া দহগ্রামে এলাকায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর প্রশাসন ওই এলাকার ৫টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেল ৫টায় লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার সকালে তিন জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিন জনের মধ্যে একজন ৩১ বয়সী যুবকের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত ওই ব্যক্তি লালমনিরহাট সদর উপজেলায় গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়া দহগ্রামে বাসিন্দা। এরপর ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন সূত্র জানায়, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের রাজমিস্ত্রী কাজ করতেন। গত কয়েকদিন আগে বাড়ি আসেন। এরপর বাড়িতে অসুস্থ হলে তার করোনার উপসর্গ সন্দেহে শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বিকেলে ৩১ বয়সী ওই যুবকের রিপোর্ট পজেটিভ আসে।
লালমনিরহাট জেলা প্রসাশক আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার ৫টি গ্রাম ও তিনটি রাস্তা লকডাউন ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিনি/বাজিত হোসেন